ধর্মপাশায় পিআইসিদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) শনিবার রাত ১০:২৫, ৩০ জানুয়ারী, ২০২১
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হাওরের ফসলরক্ষা বাঁধ পুন নির্মাণ ও মেরামত কাজ বাস্তবায়নের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩০জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও পর্যবেক্ষণ কমিটি এই কর্মশালার আয়োজন করে। এতে উপজেলার ১৬৯টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসির) সভাপতি ও সদস্য সচিবেরা অংশ নেয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও পর্যবেক্ষণ কমিটির সভাপতি ইউএনও মো.মুনতাসির হাসান। প্রধান অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ডের সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রধান প্রকৌশলী এম.এম শহীদুল ইসলাম। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তালেবের সঞ্চালনে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী ও উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন এবং পর্যবেক্ষণ কমিটির সদস্য সচিব মো.এমরান হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.সবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম আজহারুল ইসলাম পি,কে দিদার,সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদ(ইউপি) চেয়ারম্যান ফরহাদ আহমেদ, সাংবাদিক সালেহ আহমদ প্রমুখ।