ঢাকা (সকাল ৭:৫৬) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ধর্মপাশা সাহিত্য অনুশীলনের উদ্যোগে কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock সোমবার রাত ১০:৩২, ৯ নভেম্বর, ২০২০

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৯নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে ধর্মপাাশা সাহিত্য অনুশীলন নামের একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন ধর্মপাশা সাহিত্য অনুশীলন সংগঠনের প্রধান সমন্বয়ক ও ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি নাজমুল হায়দার।

প্রধান অতিথি হিসেবে এই কবিতা সন্ধ্যা অনুষ্ঠানের  শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস। সংস্কৃতিকর্মী সান্তনা সিংহ ও তাহমীনা আক্তার পাপড়ির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য ও ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের পাশা হিমু, উপজেলা আওয়ামী লীগ নেতা সুশীল সরকার, মোহনগঞ্জ সরকারি কলেজের প্রভাষক কবি মাহবুবুল হক, দৈনিক প্রথম আলোর ধর্মপাশা  উপজেলা প্রতিনিধি সাংবাদিক সালেহ আহমদ, কবি আনিসুল হক লিখন প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় ১৭জন কবি মুক্তিযুদ্ধ,হাওর,দেশপ্রেম ও সমসাময়িক বিষয় নিয়ে তাঁদের স্বরচিত কবিতা পাঠ করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT