ঢাকা (দুপুর ২:১২) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ধর্মপাশা উপজেলা প্রবাসী কল্যাণ সমিতি বিশ্বব্যাপী’র নবগঠিত কমিটির মিটিং অনলাইনে সম্পন্ন

ধর্মপাশা উপজেলা প্রবাসী কল্যাণ সমিতি বিশ্বব্যাপী

মোবারক হোসাইন মোবারক হোসাইন Clock রবিবার দুপুর ০১:৪৭, ১৪ জুলাই, ২০২৪

নবগঠিত “ধর্মপাশা উপজেলা প্রবাসী কল্যাণ সমিতি বিশ্বব্যাপী এর নবগঠিত  কমিটির প্রথম ‘Google Meet’ মিটিং গতকাল ১৩ জুলাই শনিবার বাংলাদেশ সময় রাত ১১:৫৯ মিনিটে শুরু করে প্রায় দুই ঘন্টা সময় নিয়ে মিটিং টি সফলভাবে সম্পন্ন হয়েছে। ইংল্যান্ড প্রবাসী, ধর্মপাশা উপজেলা প্রবাসী কল্যাণ সমিতি বিশ্বব্যাপী এর প্রধান উপদেষ্টা এ্যাডভোকেট মজিবুল হক মনি এর সভাপতিত্বে এবং দুবাই প্রবাসী সমিতির  সাধারণ সম্পাদক- ইঞ্জিনিয়ার খালেদ সাইফুল্লাহ’র সঞ্চালনায়।
অন্যদের মধ্যে বক্তব্য দেন : উপদেষ্টা সামসুল ইসলাম রাজা, উপদেষ্টা তৌফিক খান পাঠান, অত্র সমিতির সভাপতি মাহি আহমেদ রুবেল তালুকদার ,সাংগঠনিক সম্পাদক-মোঃ শিপন খান , প্রচার ও আইটি সম্পাদক- আলমগীর, দপ্তর সম্পাদক সাংবাদিক মোবারক হোসাইন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাহ আলম সহ  আরো অনেক গুরুত্বপূর্ণ সদস্যগণ ও  ব্যক্তিবর্গ । তাঁরা তাদের নিজ নিজ এলাকার প্রবাসীদের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এবং সমিতির কার্যক্রমের সাথে তাদের সক্রিয় অংশগ্রহণের আশ্বাস দেন।
এছাড়াও অত্র সমিতির অন্যতম উপদেষ্টা বিশিষ্ট আইনজীবী ইংল্যান্ড প্রবাসী মোহাম্মদ আমীন আফ্রিদি উনার ব্যাক্তিগত কারণে উপস্থিত হতে পারেননি, তবে তিনি জানিয়েছেন এই সমিতি কে সামনের দিকে এগিয়ে নিতে উনার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।
মিটিংয়ে উপস্থিত সদস্যরা সমিতির ভবিষ্যৎ কার্যক্রম এবং লক্ষ্যের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধান উপদেষ্টা এ্যাডভোকেট মজিবুল হক তার বক্তব্যে সমিতির মাধ্যমে ধর্মপাশা উপজেলার প্রবাসীদের সেবামূলক কার্যক্রম ও  উন্নয়নমূলক কাজের গুরুত্ব নিয়ে বিস্তর আলোচনা করেন।
সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ সাইফুল্লাহ বলেন, “এই সমিতি প্রবাসীদের একত্রিত করার পাশাপাশি, তাদের সমস্যাগুলো সমাধানের জন্য একটি মঞ্চ হিসেবে কাজ করবে। আমরা সবাই একসাথে কাজ করে ধর্মপাশা উপজেলার প্রবাসীদের সামগ্রিক উন্নয়নে অবদান রাখতে চাই।”
মিটিংয়ের শেষে, সমিতির সকল সদস্যরা একত্রে ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT