ঢাকা (রাত ১২:৪৫) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

তুলি, কন্ঠ, নাটকে ময়মনসিংহে উদযাপিত হলো স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:৩৭, ১ এপ্রিল, ২০২১

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ময়মনসিংহ নগর শাখার আয়োজনে শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও নাটকের মাধ্যমে বুধবার (৩১ মার্চ) বিকেলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করে।

অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ময়মনসিংহ নগর শাখার সভাপতি নাঈম হাসান সভাপতিত্ব করেন। নগর শাখার সাধারণ সম্পাদক রাফিউর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বিমল পাল, কবি হান্নান কল্লোল, ছাত্র ইউনিয়ন, ময়মনসিংহ জেলা সংসদের সভাপতি আশজাদুল বোরহান তাহসিন, জেলা সংসদের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ, গৌরীপুর উপজেলা শাখার সভাপতি এনামুল হাসান অনয়, ক্ষেতমজুর সমিতির নেতা সুশান্ত দেবনাথ খোকন প্রমুখ। বক্তারা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের জনগণের প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠার দাবি জানান।

দ্বিতীয় পর্বে সাজ্জাদ সিদ্দিকীর লেখা ও দ্বিজু সূত্রধরের পরিচালনায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ময়মনসিংহ নগর শাখা কর্তৃক মঞ্চায়িত হয় “নাটক প্রেক্ষাপট”। অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT