তথ্য আপা’ প্রকল্পের উঠান বৈঠক ও শীতবস্ত্র বিতরণ
ইবাদুর রহমান জাকির,সিলেট মঙ্গলবার রাত ১০:৩৫, ১৫ ডিসেম্বর, ২০২০
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের বিওসি কেছরিগুল এলাকায় বসবাসরত ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সাওতাল নারীদের নিয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ‘তথ্য আপা’ প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত উঠান বৈঠকে আগত সাওতাল নারীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
উপজেলা তথ্য সেবা কর্মকর্তা (তথ্য আপা) মোছা. মাহবুবা খাতুনের পরিচালনায় কেছরীগুল পোপ দ্বিতীয় জনপল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, সাংবাদিক আব্দুর রব, স্কুলের প্রধান শিক্ষক ফাদার দীপক কস্তা, ইউপি মেম্বার ফখরুল আলম প্রমুখ।