ঢাকা (রাত ১:৫০) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁওয়ে সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান আকাশের উপর সন্ত্রাসী হামলা ও প্রাননাশের হুমকি

মোঃ সেলিম,ঠাকুরগাঁও মোঃ সেলিম,ঠাকুরগাঁও Clock বৃহস্পতিবার বেলা ১২:৫০, ১২ নভেম্বর, ২০২০

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় দুই সন্ত্রাসীর অবৈধ কাজ কর্মের ফুটেজ সংগ্রহ করায় দৈনিক ভোরের চেতনা ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান আকাশ  উপরে হামলা চালিয়েছে মতিউর রহমান মতি (২৬) ও আল মামুন আসাদ নামের দুই সন্ত্রাসী।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে পল্লীবিদ্যুৎ রুহিয়া মহাসড়কের মধুপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এসময় মোস্তাফিজুর রহমান আকাশ গুরুতর আহত হন। তার মুঠোফোন, ক্যামেরা ছিনতাই করে নেয় সন্ত্রাসীরা এবং গাড়িও ভাঙচুর করে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় এক বাজারে নিয়ে যান স্থানীয়রা। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হামলার ঘটনার শিকার আকাশ বলেন, তাদের অবৈধ কাজের ফুটেজ সংগ্রহ করা ছিলো আমার কাছে। তাই তারা আমার উপর হামলা চালায়।  আমাকে এলোপাতাড়ি মারপিট শুরু করে। এবং এই বিষয়ে কারোর কাছে বললে প্রান নাশের হুমকি দেয় ও আমার ফোনটি নিয়ে যায় সন্ত্রাসীরা, পরে সেখানকার জনতা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা নিয়ে আমি  তাদের বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে।

অভিযোগের পরে মোবাইল ফোনটি উদ্ধার করে রুহিয়া থানা পুলিশ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT