ঠাকুরগাঁওয়ে মানবাধিকার কর্মীর সহযোগিতায় নাবালিকার বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও
মেঘনা নিউজ ডেস্ক মঙ্গলবার রাত ০৯:৪৩, ১৮ সেপ্টেম্বর, ২০১৮
গীতি গমন চন্দ্র রায় গীতি, পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধি: গত ১৭ই অক্টোবর বিকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১ নং ভোমরাদহ ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামের মোঃ অালমের নাবালিকা কন্যা মোছাঃ সুমি অাক্তার (১৫) সিনুয়া অাদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী সাথে তার নিজ পিতা কুশারিগা গ্রামের ফজির উদ্দিনের ছেলে মোঃ জাহিদুল ইসলাম (১৭) পীরগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রের সাথে উভয়ের সম্মতিতে বিবাহ ঠিক করেন। বিবাহের দিন তারিখ করে যৌতুক ৩ লাখ ৫০ হাজার টাকা ও মোহরানা ৪ লাখ টাকা নির্ধারন করলে সেসময় খবর পেয়ে মানবাধিকারকর্মী নাহিদ পারভীন রিপা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কে জানালে তাৎক্ষণিক ১নং ভোমরাদহ ইউ পি চেয়ারম্যান কে উভয় পক্ষকে ঐ বিবাহ বন্ধের নির্দেশকরে মুচলেকা নেন।এ বিষয়ে সুমি বলেন অামার বিয়ের বয়স না হতেই জোর করে বিয়ে দিলে অামার ভবিষ্যত লেখা পড়া ও জীবন ধবংস হয়ে যেত এবং বিয়ে বন্ধ করায় অামি পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানান।