জলাতঙ্ক রোগ নির্মুলের লক্ষ্যে কুকুরের টিকাদান সভা অনুষ্ঠিত
মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার মঙ্গলবার ১২:৫১, ৯ মার্চ, ২০২১
বাংলাদেশ থেকে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে সারাদেশের ন্যায় মৌলভীবাজার জেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান কার্যক্রম ২০২১ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ মার্চ) সকালে মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
অবহিত করণ সভার উদ্বোধন করেন, মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডা.জালাল উদ্দিন মোরশেদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবেদা বেগম, উপজেলা স্বাস্থ্য মেডিকেল অফিসার ডা. ফাতেমা-তুজ-জোহরা মাক্কীয়া, (এমডিভি) সুপারভাইজার আসাদুজ্জামান সুমন, (সিডিসি) ডা. রাশেদ আলী শাহ।
অবহিতকরণ সভায় পৌরসভা ও সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অবহিতকরণ সভায় জানানো হয়,মৌলভীবাজার পৌরসভাসহ সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে কুকুরকে জলাতঙ্কের প্রতিষেধক টিকা প্রদান করা হবে।