ঢাকা (ভোর ৫:৪৭) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ছিন্নমূল মানুষের মাঝে চেম্বারের শীতবস্ত্র বিতরণ

এস এম সাখাওয়াত জামিল দোলন এস এম সাখাওয়াত জামিল দোলন Clock বৃহস্পতিবার দুপুর ০১:৫১, ১১ জানুয়ারী, ২০২৪

ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স। বুধবার (১০ জানুয়ারী) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন এলাকায় শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করে চেম্বারের সদস্যরা। এ সময় কম্বল বিতরণের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ।

 

কম্বল বিতরণকালে তিনি বলেন, হঠাৎ করেই জেলায় শীতের প্রকোপ বেড়েছে। আর তাই আজ বুধবার রাত থেকে শুরু করে আগামী এক সপ্তাহে জেলা শহর ও জেলার বিভিন্ন চরাঞ্চল এবং পিছিয়ে পড়া গ্রামীণ জনপদের সুবিধাবঞ্চিত ১ হাজার ২ শত জন অসহায়, দু:স্থ্য, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরনের উদ্যোগ গ্রহণ করেছে জেলার ব্যবসায়ীদের বৃহৎ সংগঠন বণিক সমিতি। এরই অংশ হিসেবে বুধবার (১০ জানুয়ারি) রাতে বিভিন্ন বয়সী সুবিধা বঞ্চিত অসহায় জনগোষ্ঠী নারী-পুরুষদের মাঝে শিল্পপতি ব্যবসায়ীদের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। প্রথম দিন রাতে পৌরসভার রেলস্টেশন ও এর আশপাশ

এলাকায় সরেজমিনে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

এ সময় অন্যান্যের মধ্যে জেলা চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মসিউল করিম বাবু, সাবেক পরিচালক এম কুরাইশি মিল্লু, বাহারাম আলী, শহিদুল ইসলাম ও বিশিষ্ট ব্যাবসায়ী মনিরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT