ঢাকা (রাত ২:৪১) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ছাত্রলীগের কমিটির দাবিতে নানক-নাসিমের গাড়ি আটকে বিক্ষোভ

গাড়িতে করে সাইন্সল্যাব দিয়ে যাওয়ার সময় আটকে পড়েন জাহাঙ্গীর কবির নানক ও আ খ ম বাহা উদ্দিন নাসিম। ছবি: সংগৃহীত
গাড়িতে করে সাইন্সল্যাব দিয়ে যাওয়ার সময় আটকে পড়েন জাহাঙ্গীর কবির নানক ও আ খ ম বাহা উদ্দিন নাসিম। ছবি: সংগৃহীত

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock সোমবার সকাল ১০:৪৭, ৫ ডিসেম্বর, ২০২২

কমিটির দাবিতে সড়ক অবরোধ করে গতকাল রোববার রাতে সাইন্সল্যাব মোড়ে বিক্ষোভ করেছেন ঢাকা কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময়ে নিজ গাড়িতে করে সাইন্সল্যাব দিয়ে যাওয়ার সময় আটকে পড়েন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

ছাত্রলীগ নেতাকর্মীদের চলমান বিক্ষোভের মুখে একপর্যায়ে গাড়ি থেকে নেমে হেঁটে সাইন্সল্যাব মোড় পার হয়েছেন তারা। পরে অবশ্য জাহাঙ্গীর কবির নানকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেছেন ছাত্রলীগ কর্মীরা।

রাত সোয়া ১২টার দিকে মাইকে ঘোষণা দিয়ে ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ মিঠুন বলেন, ‘নানক ভাই বিষয়টি সুরাহা করবেন বলে জানিয়েছেন। উনার আশ্বাসে অবরোধ কর্মসূচি শেষ করা হলো।’

এর আগে রাত পৌনে ১১টা থেকে কমিটির দাবিতে সড়ক অবরোধ করেন ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে অ্যাম্বুলেন্স ছাড়া এ এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।

ছাত্রলীগের বিক্ষোভের মুখে একপর্যায়ে আওয়ামী লীগের নেতারা গাড়ি থেকে নেমে পড়েন। ছবি: সংগৃহীত

ছাত্রলীগের বিক্ষোভের মুখে একপর্যায়ে আওয়ামী লীগের নেতারা গাড়ি থেকে নেমে পড়েন। ছবি: সংগৃহীত

ছাত্রলীগ নেতা মাসুম বিল্লাহ বলেন, ‘আমরা দীর্ঘদিন কমিটির জন্য অপেক্ষা করেছি। কিন্তু কমিটি না হওয়ায় এখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এজন্য রাস্তায় নামতে বাধ্য হয়েছি।’

২০১৩ সালের ২৯ নভেম্বর রাতে ঢাকা কলেজ ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহত হন। এ ঘটনায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৩০ নভেম্বর স্থগিত করা হয় ঢাকা কলেজ ছাত্রলীগের কমিটি। তখন ফুয়াদ হাসান পল্লব সভাপতি ও সাকিব হাসান সাধারণ সম্পাদক ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT