ঢাকা (রাত ২:০১) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চোর ‘অপবাদ’ দিয়ে মা মেয়েকে পেঠালেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock সোমবার রাত ০৯:০৫, ২৪ আগস্ট, ২০২০

 শফিউল আলম, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ চকরিয়া উপজেলা হারবাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে গরু চুরির কী নির্মম ঘটনাটি ঘটেছে, শুক্রবার (২১ আগস্ট) দুপুরে হারবাং পহরচাঁদা এলাকায় এ ঘটনা ঘটলে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ছবি প্রকাশের পর এটি শনিবার সবখানে জানাজানি হয়। স্থানীয় সূত্রে জানাযায়, মা ও তরুণী মেয়েকে ‘গরু চোর’ অপবাদ একদল দুর্বৃত্ত নির্মমভাবে পিটিয়েছে। পরে কোমরে রশি বেঁধে দুই মহিলাকে প্রকাশ্য সড়কে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় স্থানীয় চেয়ারম্যানের কার্যালয়ে। সেখানে চেয়ারম্যান মিরানুল ইসলাম নিজে তাদের আবার প্রচণ্ড প্রহার করেন। একপর্যায়ে তাদের শারীরিক অবস্থার গুরুতর অবনতি ঘটলে পুলিশ এসে মা ও মেয়েকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে ভর্তি করে। হারবাং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম চৌকিদার (গ্রাম পুলিশ) পাঠিয়ে তাদেরকে রশিতে বেঁধে তার কার্যালয়ে এনে আবার নির্মমভাবে নির্যাতন করেন। বর্তমানে মা ও মেয়ে চকরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্র জানাযায়, তাদের শারীরিক অবস্থা আশংকামুক্ত নয়। চকরিয়া থানার হারবাং তদন্ত কেন্দ্রের পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, শুক্রবার স্থানীয়রা ফাঁড়িতে খবর দিলে আমরা ফোর্স পাঠাই। আমাদের ফোর্স গিয়ে গুরুতর অবস্থায় মা মেয়েকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে আসার পর চিকিৎসার ব্যবস্থা করা হয়। হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরানুল ইসলাম মা-মেয়েকে পিটিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ ধরণের অভিযোগ কেউ করেনি। আর ভুক্তভোগী কিংবা অন্য কেউ যদি অভিযোগ করে আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, প্রথমে মা-মেয়ের পেঠানো হয়। পরে হারবাং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম চৌকিদার (গ্রাম পুলিশ) পাঠিয়ে তাদেরকে রশিতে বেঁধে তার কার্যালয়ে এনে আবার নির্মমভাবে নির্যাতন করেন। আর চেয়ারম্যানের লোকেরাই তদন্তকেন্দ্রে ফোন করে পুলিশ এনে তাদের হাতে মা-মেয়েকে মুমূর্ষু অবস্থায় তুলে দেন।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT