ঢাকা (রাত ২:২৮) মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবঞ্জের চৌকা সীমান্তে ককটেল বিস্ফোরণে একজন আটক

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock মঙ্গলবার রাত ০১:২৫, ৩১ আগস্ট, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত এলাকায় ককটেল বিস্ফোরণে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। রোববার রাতে বিনোদপুর ইউনিয়নে সীমান্তের কাছাকাছি এক বাসায় এই বিস্ফোরণে বিজিবি-৫৯ এই অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের মোকারমতলা এলাকার বিশ্বনাথপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. মজিবুর রহমান দুখু (৫৪)।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা বিষয়টির সত্যতা নিশ্চিত করে সোমবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানিয়েছেন, ২৯ আগস্ট রোববার রাত ৮টায় ব্যাটালিয়নের অধীনস্থ চৌকা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৭/৩-এস হতে ২ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বনাথপুর গ্রামে এক ব্যক্তির বাড়ির গোয়াল ঘরের মধ্যে থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এরই ভিত্তিতে চৌকা বিওপির টহল দল ওই স্থানে অভিযান পরিচালনা করে মজিবুর রহমানকে ককটেল বিস্ফোরণের আলামতসহ আটক করা হয়।

পরে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পার্শ্ববর্তী আরও ২টি বাড়ী তল্লাশী করে কোন কিছু পাওয়া না যাওয়ায় আটককৃত আসামীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT