ঢাকা (রাত ৪:৩৩) শুক্রবার, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আহত ও শহিদদের স্মরণে লোহাগড়ায় স্মরণসভা অনুষ্ঠিত Meghna News দাউদকান্দিতে দুই ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীরের শপথ গ্রহণ Meghna News সুশিক্ষিতরাই জাতিকে আঁধার থেকে আলোর পথে নিয়ে যায় : আব্দুস সাত্তার Meghna News গৌরীপুরে তিনটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ Meghna News চাঁপাইনবাবগঞ্জে সাবেক বিডিআর সদস্যদের মানববন্ধনে কারামুক্তি ও চাকুরি প্রাপ্তির দাবী Meghna News গৌরীপুরে অগ্নিকান্ডে অবৈধ তেলের গোডাউনসহ বাসাবাড়ি-দোকানপাট ভস্মিভূত Meghna News চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Meghna News আইনজীবী সাইফুলের জানাজায় মানুষের ঢল, যা বললেন আজহারী Meghna News ‘সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে পার্শ্ববর্তী দেশ’ Meghna News ইসকন জ-ঙ্গিদের হাতে আইনজীবী সাইফুল খুন : সন্তানসম্ভবা স্ত্রীর চোখেমুখে ঘোর অমানিশা

চাঁপাইনবাবগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর মান্নোয়নে রিফ্রেশার্স কোর্সের উদ্বোধন

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বুধবার দুপুর ০৩:৫২, ২৫ নভেম্বর, ২০২০

হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসুচীর আওতায় মনোসামাজিক ও রিফ্রেশার্স কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষ্যে বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করে জেলা সমাজসেবা কার্যালয়।

এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক উম্মে কুলসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো.মঞ্জুরুল হাফিজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের প্রাক্তন সাংসদ মো. আব্দুল ওদুদ বিশ্বাস।

এ সময় বক্তারা বলেন, সাধারণ মানুষের মতো হিজড়া জনগোষ্ঠীতে বসবাসরতরাও একেকজন সাধারন মানুষ। কিন্তু সৃষ্টি লগ্ন থেকে উভয় শ্রেণীর মধ্যে একটা বৈষম্য লক্ষ্য করা গেছে। আর এতে বরাবরের মতো এই জণগোষ্ঠীর  মানুষ অন্যদের চেয়ে পিছিয়ে রয়েছে। বিভিন্ন  সময় বিভিন্ন এনজিও তাদের জীবন মান উন্নয়নে কাজ করলেও কোন সময়ই পুরোপুরিভাবে এই বিশেষ জণগোষ্ঠীর উন্নয়ন সম্ভব হয়নি।

আর তাই এই বিশেষ জণগোষ্ঠীর জীবন মান উন্নয়নে এই রিফ্রেশার্স কোর্সের শুভ উদ্বোধন করা হলো। যাতে করে তারা কোন প্রকারের অন্যায় কাজ না করে সাধারনভাবে জীবনযাপন করতে পারে। আর কোন সমস্যায় পড়লে, কোন ভালো কাজ করার জন্য অর্থের প্রয়োজন পড়লে জেলা প্রশাসন জেলার হিজড়া জণগোষ্ঠীকে সহযোগীতা করবে বলে আশ্বাস প্রদাণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার আশীষ মোমতাজ, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সিরাজুম মনির আফতাবী, জেলা সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম, সাজেদুল ইসলাম ও হিজড়ানেত্রী ববিতাসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT