ঢাকা (রাত ৪:৪৩) শুক্রবার, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আহত ও শহিদদের স্মরণে লোহাগড়ায় স্মরণসভা অনুষ্ঠিত Meghna News দাউদকান্দিতে দুই ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীরের শপথ গ্রহণ Meghna News সুশিক্ষিতরাই জাতিকে আঁধার থেকে আলোর পথে নিয়ে যায় : আব্দুস সাত্তার Meghna News গৌরীপুরে তিনটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ Meghna News চাঁপাইনবাবগঞ্জে সাবেক বিডিআর সদস্যদের মানববন্ধনে কারামুক্তি ও চাকুরি প্রাপ্তির দাবী Meghna News গৌরীপুরে অগ্নিকান্ডে অবৈধ তেলের গোডাউনসহ বাসাবাড়ি-দোকানপাট ভস্মিভূত Meghna News চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Meghna News আইনজীবী সাইফুলের জানাজায় মানুষের ঢল, যা বললেন আজহারী Meghna News ‘সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে পার্শ্ববর্তী দেশ’ Meghna News ইসকন জ-ঙ্গিদের হাতে আইনজীবী সাইফুল খুন : সন্তানসম্ভবা স্ত্রীর চোখেমুখে ঘোর অমানিশা

চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যকর্মীদের বেতন বৈষম্য নিরসনের দাবীতে অবস্থান কর্মসূচী পালন

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বৃহস্পতিবার রাত ১০:৫৫, ২৬ নভেম্বর, ২০২০

নিয়োগ বিধি সংশোধন করে বেতন আপগ্রেডেশনসহ বেতন বৈষম্য নিরসনের দাবিতে সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের অনিদিষ্টকালের কর্মবিরতি পালন শুরু হয়েছে। বাংলাদেশ হেলথ এ্যাসিসট্যান্ট এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় দাবী বাস্তবায়ন পরিষদের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার জেলার সব কয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সকাল ৯টা হতে এই কর্মসূচী পালন শুরু করেন তারা।

এই কর্মসূচীর আওতায় শুরু হওয়া কর্মবিরতি কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ হেলথ এ্যাসিসট্যান্ট এ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি ও দাবী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. ইয়াকুব আলী, স্বাস্থ্য পরিদর্শক মো. আব্দুল খালেক, জেলা শাখার সাধারণ সম্পাদক মো.আকবর আলী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. নেজাম উদ্দিন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. মতিউর রহমান, মো. আফজাল আলী, মো. রুহুল আমিন, মো.আনোয়ার হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, স্বাস্থ্য সহকারীদের ঐকান্তিক প্রচেষ্টায় তৃণমূল পর্যন্ত টিকা দান কর্মসূচী বাস্তবায়ন সম্ভব হয়েছে বলেই বাংলাদেশ টিকা দানে বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতটি পুরস্কারে ভূষিত হয়েছেন। কিন্তু ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর শেখ হাসিনা স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন বৈষম্য নিরসনের ঘোষণা দিলেও নানা কমিটি গঠনের পরও বেতন কাঠামোতে কোনরুপ পরিবর্তণ আসেনি।

আর আসেনি বলেই সারা বাংলাদেশে সংগঠনটির নেতাকর্মীরা একযোগে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দিয়েছে। এতে সারা দেশে ১ লক্ষ ২০ হাজার অস্থায়ী টিকাদান কেন্দ্র থেকে প্রতিদিন প্রায় ২০ হাজার মা ও শিশু টিকা প্রাপ্তি থেকে বঞ্চিত হলেও নিয়োগবিধি সংশোধন না হওয়া পর্যন্ত এই কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানানো হয় কর্মসূচী থেকে।

আর তাই নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬ তম থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩ তম গ্রেডে উন্নীতকরণের জোর দাবি জানান তারা। এদিকে একই দাবীতে জেলার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পালিত কর্মসূচীতে বক্তব্য রাখেন, সংগঠনের শিবগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ইব্রাহিম হোসেন, সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক রাকিব রাইহান, স্বাস্থ্য পরিদর্শক আজহারুল ইসলাম, সুলতানা ইয়াসমিন প্রমুখ।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT