ঢাকা (দুপুর ১:০৭) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী পালনে চিত্রাংকনসহ নানা প্রতিযোগীতা অনুষ্ঠিত

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বুধবার দুপুর ০২:৪৫, ২৪ মার্চ, ২০২১

স্বাধীনতার সূবর্ণজয়ন্তী পালনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২১ উদযাপন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষ্যে বুধবার সকাল ১০টায় জেলা শহরের গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসনের সহযোগীতায় চিত্রাংকন, আবৃত্তি, রচনা লিখন ও দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ শিশু একাডেমি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। এ সময় সহকারী কমিশনার মো. রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল প্রতিযোগীতার উদ্বোধন ঘোষণা করেন।

প্রতিযোগীতায় চিত্রাংকনে বিচারক হিসেবে হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. খাইরুল আলম ও গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মোহায়মেন, আবৃত্তি প্রতিযোগীতায় বিচারক হিসেবে অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আজিজুর রহমান, নবাবগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের শিক্ষক প্রফেসর মো. শহিদুল ইসলাম ও জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মো.ফয়সাল আহমেদ, রচনা প্রতিযোগীতায় বিচারক হিসেবে নবাবগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মাযহারুল ইসলাম তরু ও রাষ্ট্র বিজ্ঞাণ বিভাগের শিক্ষক প্রফেসর মো. ফরহাদ আহমেদ এবং দেশাত্মবোধক সংগীত প্রতিযোগীতায় বিচারক হিসেবে শাহনেয়ামতুল্লাহ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো.সিরাজুল ইসলাম, জেলা শিশু একাডেমীর সঙ্গীত শিক্ষক মো. আশরাফুল হক মাসুদ ও মেহবুব রাজা দায়িত্ব পালন করেন।

এ বিষয়ে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো.শফিকুল আলম জানান, প্রতিযোগীতায় শিশু শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকনে ৬৫ জন, আবৃত্তিতে ৬৯ জন, রচনা লিখনে ৪৫ জন এবং সংগীতে ৩২ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। আর ২৬ মার্চ শুক্রবার বিজয় দিবসের অনুষ্ঠানে সন্ধ্যা সাড়ে ৬টায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদাণ করা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT