চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দর প্রেসক্লাবের আত্মপ্রকাশ
এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ রবিবার বিকেল ০৫:৩৫, ২ মে, ২০২১
চাঁপানবাবগঞ্জে ইফতারের মধ্যদিয়ে ‘সোনামসজিদ স্থলবন্দর প্রেসক্লাব’ এর আত্মপ্রকাশ ও কমিটি অনুমোদন হয়েছে ।
শনিবার (১ মে) সন্ধ্যায় শহরের বিশ্বরোড মোড়ে এশিয়ান টিভির চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ে এশিয়ান টিভি ও বাংলাদেশ বুলেটিন পত্রিকার জেলা প্রতিনিধি মো. ফয়সাল আজম অপুকে সভাপতি এবং বাংলাভিশন টিভি ও ভোরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি এস এম সাখাওয়াত জামিল দোলনকে সাধারণ সম্পাদক করে সোনামসজিদ স্থলবন্দর প্রেসক্লাবের ১৩ সদস্যের কমিটি ঘোষণার মধ্য দিয়ে প্রেসক্লাবটির আত্মপ্রকাশ ঘটে।
সোনামসজিদ স্থলবন্দর প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি- মো. সেতাউর রহমান (আইবিএন টিভি ও দৈনিক এশিয়া বানী), সহ- সাধারণ সম্পাদক- মো. আলমগীর হোসেন (জবস টিভি), অর্থ বিষয়ক সম্পাদক- প্রভাষক মোহা. সামসুজ্জোহা বিদ্যুৎ (দৈনিক আলোকিত সকাল), প্রচার ও দপ্তর সম্পাদক- ডি.এম কপোত নবী (দৈনিক চাঁপাই দর্পণ), বন্দর বিষয়ক সম্পাদক- মো. রাজিবুল ইসলাম জীবন (গণধ্বনী প্রতিদিন), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- মো. হাসান আলী ডলার (দৈনিক আমাদের রাজশাহী), ক্রীড়া বিষয়ক সম্পাদক- মো. ফেরদৌস সিহানুক শান্ত (দৈনিক ভোরের চেতনা), তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক- মো. নাদিম হোসেন (৭১ বাংলা টিভি ও দৈনিক কালের ছবি), নির্বাহী সদস্য- শাহরিয়া শাহাদাৎ (রুপসি বাংলা টিভি ও দৈনিক কালবেলা), নাসিম আলী (দৈনিক সকালের সময়) এবং জামিল হোসেন (ভোরের ডাক)।
আত্মপ্রকাশকালে সোনামসজিদ স্থলবন্দর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল আজম বলেন, মহিমান্মিত রমজান মাসে ইফতারের মধ্যদিয়ে এই বন্দর প্রেসক্লাবের যাত্রা শুরু হলো। আর তাই এই মাসের তাৎপর্যকে বুকে ধারণ করে সকল প্রকার ভেদাভেদ ভুলে মফস্বলে কর্মরত সংবাদকর্মীসহ জাতীয় পর্যায়ের সাংবাদিকদের স্বার্থ রক্ষায় এই প্রেসক্লাব সামনে থেকে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা বলে মনে করেন সোনামসজিদ স্থলবন্দরের সাথে সম্পৃক্ত গণমাধ্যম কর্মীগণ।