চাঁপাইনবাবগঞ্জে সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করলেন শামীমা সারা
এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ বৃহস্পতিবার রাত ১১:৪৩, ১৫ সেপ্টেম্বর, ২০২২
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা-২ ওয়ার্ড সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন নারী নেত্রী শামীমা জাহান সারা।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে তিনি জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমানের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও সমর্থকদের সাথে নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলের পর তিনি বলেন, জনগণের পাশে থেকে উন্নয়ন করার প্রত্যয় নিয়ে আসন্ন ১৭ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিয়েছি। নির্বাচনে অংশ নিয়ে সদস্য নির্বাচিত হয়ে জেলার গোমস্তাপুর, নাচোল ও শিবগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়নের জনগণের সেবা করতে চাই। শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অবকাঠামোগত ও সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, কোনরকম অনিয়ম-দূর্নীতিকে আশ্রয় না নিয়ে শুধুমাত্র জনগনের সেবার মানসিকতা নিয়ে কাজ করতে চাই। জনগণের সেবক হিসেবে নিজেকে উৎসর্গ করতে চাই আমি। এলাকার অসহায় দরিদ্র খেটে-খাওয়া মানুষের জন্য কাজ করতে চাই। এ সময় সকলের দোয়া ও সর্মথন চেয়েছেন শামীমা জাহান সারা।
সফল নারী উদ্দ্যোক্তা শামীমা জাহান সারা ব্যক্তি জীবনে এসজেএস কমিউনিটি হেল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক।
মনোনয়নপত্র দাখিলের সময় আরও উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. মাহফুজা খাতুন, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য এবং আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।