ঢাকা (সন্ধ্যা ৬:২৩) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে শপথ নিলেন ৩ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock রবিবার দুপুর ০৩:৪১, ১৫ নভেম্বর, ২০২০

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরঅনুপনগর ইউনিয়ন পরিষদ, নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদ এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ৯টায় এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ। এ সময় নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ।

নব নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ হলেন- জেলার সদর উপজেলার চরঅনুপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেরাজুল ইসলাম, নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাদির আহম্মেদ এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জালাল উদ্দীন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক তাজকির উজ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ ওঁরাও, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম আশিস মোমতাজ, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোতাওয়াক্কিল রহমানসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বছরের ২০ অক্টোবর মঙ্গলবার সদর উপজেলার চরঅনুপনগর ও নাচোল উপজেলার ফতেপুর এবং ১০ অক্টাবর শনিবার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT