ঢাকা (সকাল ১০:০৬) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চাঁপাইনবাবগঞ্জ
চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চাঁপাইনবাবগঞ্জ

এস এম সাখাওয়াত জামিল দোলন এস এম সাখাওয়াত জামিল দোলন Clock মঙ্গলবার সকাল ১০:০৪, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে মাদক আইনে দায়ের করা মামলায় তমাল আলী (২২) নামে এ যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন বিজ্ঞ বিচারক। সেই সাথে তাকে আরো ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছর কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার (১৮সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী দন্ডিতের উপস্থিতিতে এই রায় প্রদান করেন।

তমাল রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার আমতলী হঠাৎপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. নাজমুল আজম জানান, ২০২০ সালের ১৫ অক্টোবর বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের হরিপুর এলাকায় এক মাদক বিরোধী  অভিযান চালায় র‌্যাব-৫ রাজশাহী। অভিযানে ১ কেজি ২২৫ গ্রাম হেরোইনসহ আটক হয় তমাল।

এ ঘটনায় ওইদিন সদর থানায় মামলা করেন র‌্যাবের নায়েব সুবেদার দিলিপ রায়। মামলার তদন্ত কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানার  উপ-পরিদর্শক ওবাইদুল হক ২০২০ সালের ৩১ অক্টোবর শনিবার তমালকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

পরে দীর্ঘ শুনানী শেষে সোমবার সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী এই রায় প্রদান করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT