চাঁপাইনবাবগঞ্জে ব্যানারে মন্ত্রী-এমপির নামের ভুল বানানে অসন্তোষ খাদ্যমন্ত্রীর
এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ সোমবার বিকেল ০৫:৩৯, ১ আগস্ট, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে একটি মাদরাসা পরিদর্শনে গিয়ে ব্যানারে নিজের নামের ভুল বানান দেখে, অসন্তোষ প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
গতকাল রবিবার (৩১ জুলাই) মন্ত্রী নাচোল রেলস্টেশন সংলগ্ন আল জামিয়াতুল মারকাজিয়া দারুল উলুম আল ইসলামিয়া মাদরাসা পরিদর্শন করেন। এ সময় মন্ত্রীকে শুভেচ্ছা জানানোর ব্যানারে ‘সাধন চন্দ্র মজুমদার’ এর জায়গায় ‘স্বাধন চন্দ্র মজুমদার’ লেখা দেখে ভুল ধরিয়ে দেন খোদ খাদ্যমন্ত্রী।
এ সময় অসন্তোষ প্রকাশ করে নামের বানানে সতর্ক থাকার পরামর্শ দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। খাদ্যমন্ত্রী ছাড়াও মাদরাসার অন্যতম দাতা ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ’র নামের বানানেও ভুল দেখা যায়। সেখানে ‘এ কে এম রহমতুল্লাহ’ এর জায়গায় লেখা ছিল ‘এ কে এম রহমতউল্লাহ্’।
শুভেচ্ছা স্বাগতম শীর্ষক ব্যানারে এই নামের বানানে ভুল করা হয়। মাদরাসা পরিদর্শনে গিয়ে মন্ত্রী নিজেই মাদরাসায় প্রবেশের আগে এই ভুল বানান ধরিয়ে দেন। পরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও এমপি এ কে এম রহমতুল্লাহ মাদরাসার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে উপস্থিত এক আওয়ামীলীগ নেতা বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। একজনের নাম যেকোনভাবে বানান ভুল হতেই পারে। তবে মন্ত্রী-এমপির মতো গুরুত্বপূর্ণ দুইজন ব্যক্তির নামেরই বানান ভুল হবে, এটা মেনে নেয়ার মতো নয়। মাদরাসা কর্তৃপক্ষের চরম গাফেলতি রয়েছে, এতে কোন সন্দেহ নেই। বিষয়টি খতিয়ে দেখা দরকার বলেও তিনি মন্তব্য করেন।
এ বিষয়ে আল জামিয়াতুল মারকাজিয়া দারুল উলুম আল ইসলামিয়া মাদরাসার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান বলেন, বিষয়টি অনাকাংক্ষিত। যাদেরকে দায়িত্ব দেয়া হয়েছিল, তাদের দায়িত্বহীনতার কারনেই এমনটি হয়েছে। এসব বিষয়ে আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন বলে জানান তিনি।
মাদরাসার অধ্যক্ষ আব্দুল্লাহিল কাফি জানান, আমি সরাসরি বিষয়টি দেখিনি। যারা ব্যানার তৈরি করেছে তারাই ভালো বলতে পারবে। তবে ভুলটি অবশ্যই অনিচ্ছাকৃত। এমনকি মন্ত্রী মহোদয় আমাদের ভুল ধরিয়ে দেয়ার সময়ে আমরা ভীষণভাবে লজ্জিত হয়েছি।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) শামসুল আজম, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল থানার অফিসার-ইন-চার্জ মিন্টু রহমান, মাদরাসার অধ্যক্ষ আব্দুল্লাহিল কাফি, মাদরাসার শিক্ষকগণ, ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ স্থানীয় আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।