চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে ৩ শত দু:স্থ্য রোগীর ছানি অপারেশন
এস এম সাখাওয়াত জামিল দোলন রবিবার রাত ১১:২২, ২১ জানুয়ারী, ২০২৪
বিনামূল্যে ৩০০ জন দু:স্থ্য রোগীর চক্ষু ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যান সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপনায় এই ছানি অপারেশনের আয়োজন করা হয়।
রোববার সকাল সাড়ে ১০ টায় পৌর এলাকার বালিগ্রামে সমিতি পরিচালিত চক্ষু হাসপাতাল চত্বরে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিনের সভাপতিত্বে ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এ সময় অনুষ্ঠানে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে সমিতির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম, কোষাধ্যক্ষ মতিউর রহমান, নির্বাহী সদস্য এম কোরাইশী মিলু, হাসপাতালের চিকিৎসক ডা. ইমরান জাভেদ, ডা. রোমানা আফরোজ লেয়া, ডা. তৌহিদুল ইসলাম সুজন, সমিতির আজীবন সদস্য মো. মুষা উপস্থিত ছিলেন।