চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু দেয়ালিকা উৎসবের উদ্বোধন
এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ মঙ্গলবার দুপুর ০৩:১০, ২৯ ডিসেম্বর, ২০২০
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু দেয়ালিকা উৎসব-২০২০ এর উদ্বোধন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা শহরের গ্রীণভিউ উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিন ব্যাপী এই দেয়ালিকা উৎসবের উদ্বোধন করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত দেয়ালিকা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ।
দেয়ালিকা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম তাজকির-উজ-জামান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ ওঁরাও, সহকারি কমিশনার রুহুল আমিন ও চন্দন কর, জেলা তথ্য অফিসার ওহেদুজ্জামান জুয়েল, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.
শফিকুল আলম, গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, কোভিড-১৯ এর কারণে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ক দেয়ালিকা উৎসবে প্রতিদিন মুক্তিযুদ্ধ ভিত্তিক ডকুমেন্টারি ও চলচ্চিত্র প্রদর্শণ করা হবে এবং ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার এই উৎসবের সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত দেয়ালিকা উৎসবে জেলার একশতটি উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্র-ছাত্রীদের লেখায় সমৃদ্ধ দেয়ালিকা স্থান পেয়েছে।