ঢাকা (সকাল ৯:১৭) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কেজি গাঁজা উদ্ধার, মটরসাইকেল জব্দ : আটক-১

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock বুধবার সন্ধ্যা ০৬:৪১, ১০ এপ্রিল, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ৯ শত গ্রাম গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।

মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানীহাটি এলাকায় পরিচালিত এক অভিযানে মাদক উদ্ধারসহ আটক করা হয় এক যুবককে। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মটরসাইকেল।

 

আটক য্বুক জেলার শিবগঞ্জ উপজেলার শেখটোলা গ্রামের পেয়ারা বেগম ও সেনাউল হকের ছেলে আলিউল (২২)।

 

এ বিষয়ে বুধবার সকালে র‌্যাবের মিডিয়া উইং থেকে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তীতে জানানো হয়- সীমান্তবর্তী এলাকা থেকে মাদক আসার গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক রানীহাটিতে পাকা রাস্তায় অবস্থান নেয়। এ সময় একটি মটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে তার গতিরোধ করে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে দেহ তল্লাশি করে ধৃত আসামী আলিউলের হেফাজত থেকে ১ কেজি ৯ শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মটরসাইকেল জব্দ করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আলিউল সীমান্ত এলাকা থেকে বিভিন্ন মাদক দেশের অভ্যন্তরে এনে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করতো বলে স্বীকার করেছে এবং শিবগঞ্জ থানায় মামলা দায়ের করে তাকে সোপর্দ করা হয়েছে বলে জানান অধিনায়ক।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT