চাঁপাইনবাবগঞ্জে পর্নোগ্রাফি সংরক্ষণের দায়ে আটক ৫
এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ সোমবার রাত ১১:০৯, ১৮ অক্টোবর, ২০২১
পর্নোগ্রাফি সংরক্ষণ করে বিক্রয়ের দায়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চরবাগডাঙ্গা বাজারে অভিযান পরিচালনা করে ৫ যুবককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। রোববার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এই কাজে ব্যবহৃত ল্যাপটপ, কম্পিউটার মনিটর, সিপিইউ, কি বোর্ড, মাউস, হার্ডডিস্ক, ক্যাবল, কার্ড রিডার ও পেন ড্রাইভসহ অন্যান্য সামগ্রী জব্দ করে র্যাব-৫।
আটক যুবকরা হচ্ছে- জেলার সদর উপজেলার ১২ নং চরবাগডাঙ্গা ইউনিয়নের গিদনীপাড়া এলাকার মোসলেমা বেগম ও নজরুল ইসলামের ছেলে আব্দুস সালাম (২৫), একই এলাকার মৃত ময়না বেগম ও মৃত তারেজ আলীর ছেলে কামরুল ইসলাম (২৭), সুন্দরী বেগম ও মনির মিয়ার ছেলে হাসান আলী (২১), মালবাগডাঙ্গা কাইরাপাড়া এলাকার চাঁদনী বেগম ও সাদিকুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (২৪) এবং সোনাপট্টি এলাকার বেহুলা বেগম ও নাইমুল হকের ছেলে নাজিম উদ্দিন (৩০)।
এ বিষয়ে সোমবার এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প র্যাব-৫ রাজশাহীর একটি অপারেশন দল ১৭ অক্টোবর রোববার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট বিক্রয় করার অপরাধে সালাম, কামরুল, হাসান, সাদ্দাম ও নাজিমকে আটক করা হয়।
এ সময় তাদের হেফাজতে থাকা ১টি ল্যাপটপ, ৪টি কম্পিউটর মনিটর, ৪টি সিপিইউ, ৫টি কিবোর্ড, ৫টি মাউস, ৬টি হার্ডডিস্ক, ১৩টি কম্পিউটার ক্যাবল, ১টি এসএসডি কার্ড, ১১টি কার্ড রিডার, ৩টি পেন ড্রাইভ, ৭টি মোবাইল সেট, ১২টি সীম কার্ড এবং ৭টি মেমোরী কার্ড জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জব্দকৃত আলামত পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট দীর্ঘদিন ধরে বিক্রয় করে আসছে বলে স্বীকার করেছে এবং এ বিষয়ে তাদের বিরুদ্ধে সদর থানায় ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।