চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ বৃহস্পতিবার রাত ১০:২৩, ৪ মার্চ, ২০২১
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক সমাজ ও ২ নং ওয়ার্ড ছাত্র সমাজের ব্যানারে এই মানববন্ধন হয়।
বৃহস্পতিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সচেতন নাগরিক সমাজ চাঁপাইনবাবগঞ্জের সদস্য সচিব জিলহাজ বিশ্বাস, সাবেক পৌর কাউন্সিলর আওয়ামীলীগ নেতা শহীদ হোসেন রানা, ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাকিবুল আলম, ফরহাদ হোসেন, সৈয়দ সাহির আহমেদসহ সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা সড়কের দূর্ঘটনা প্রবণ এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণ, মূল সড়কে প্রয়োজন অনুযায়ী স্পীড ব্রেকার নির্মাণ, সোনামসজিদ স্থলবন্দর থেকে রাজশাহী পর্যন্ত চার লেন করা সহ ১০ দফা দাবি জানান।