ঢাকা (রাত ১২:০৯) শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দাউদকান্দিতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock সোমবার রাত ১০:১৮, ১৮ আগস্ট, ২০২৫

দাউদকান্দিতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মতবিনিময় সভা করেছেন।

 

সোমবার (১৮ আগষ্ট ) দুপুরে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তার এক বক্তব্যে তার কাজে সাংবাদিকদের কাছে পূর্ণ সমর্থন প্রত্যাশা করেন। তিনি আরও বলেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে বলিষ্ঠ ভূমিকা রাখেন। এছাড়াও তিনি সাংবাদিকদের সর্বদা ঐক্যবদ্ধ থেকে কাজ করার পরামর্শ দেন।

 

এ মতবিনিময় সভায় স্থানীয় ইলেকট্রিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা নতুন কর্মস্থলে নির্বাহী কর্মকর্তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং তাকে তথ্য দিয়ে সহযোগীতা করার প্রতিশ্রুতি দেন।

 

মতবিনিময়ে দাউদকান্দি উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট্র মিডিয়ার গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT