চাঁপাইনবাবগঞ্জে দুরন্ত৯৫ এর উদ্যোগে ৩শ কর্মহীনদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি শুক্রবার রাত ১০:০৭, ৮ মে, ২০২০
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে দুরন্ত’৯৫ অলাভজনক সংগঠনের উদ্দোগে করোনা দুর্যোগে কর্মহীন ও দরিদ্র-অসহায় ৩শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে প্রত্যেককে ৫ কেজি করে চাল, ২ কেজি করে আলু, ১ কেজি করে ডাল, ১ কেজি করে আটা, ১ কেজি করে পেঁয়াজ, ১ লিটার করে তৈল ও ১ পাকেট করে লাচ্ছা সামাই বিতরণ করা হয়।
আজ শুক্রবার সকাল ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে এসব ত্রাণ সামগ্রী তাদের হাতে তুলে দেন দুরন্ত’৯৫ সংগঠনের এডমিন চীফ ও চাঁপাইনবাবগঞ্জ জাতীয় মহিলা সংস্থা’র চেয়ারম্যান এ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা ও জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক সিরাজুম মনির আফতাবীসহ অন্যারা।
সামাজিক দুরত্ব বজায় ও সর্তক থেকে সবাইকে এক সাথে নিয়ে করোনা যুদ্ধে জয় করার আহবান জানান।