ঢাকা (রাত ৪:২৬) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজন ডাকাত আটক

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock রবিবার দুপুর ০৩:৪৫, ২৫ জুলাই, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজন ডাকাতকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদেরকে গোমস্তাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

আটককৃতরা হচ্ছে- জেলার গোমস্তাপুর উপজেলার ছোট তেঘরিয়া এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে মোস্তাকিম (২০), পাথর পুজা গ্রামের সাবেদ আলীর ছেলে আনোয়ার (২২) এবং বংপুর এলাকার মনিরুলের ছেলে মনোয়ার (২২)।

এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলিপ কুমার জানান, লকডাউনের দ্বিতীয় দিন ২৪ জুলাই শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোমস্তাপুর উপজেলার ৫নং রহনপুর ইউনিয়নের বংপুর সড়কে মুসা মার্চেন্টের চাতালের পাশে ব্রীজের গোড়ায় মোস্তাকিম, আনোয়ার ও মনোয়ার দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় এলাকাবাসী টের পেয়ে যায়। পরে তাদের আটক করে থানায় খবর দিলে এসআই মোতাহার ও আবদুল্লাহ মামুনসহ পুলিশের সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে জনতার হাত থেকে ডাকাতদের উদ্ধার করে ১টি বড় ছুরি ও ২টি কাস্তেসহ থানায় নিয়ে আসে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT