ঢাকা (দুপুর ১:৩৬) রবিবার, ১৯শে মে, ২০২৪ ইং
শিরোনাম
Meghna News টানা দরপতনে পতনে বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা Meghna News বাংলাদেশী পঞ্চম এভারেস্ট জয়ী বাবর আলী Meghna News ২০৩০ সালে ঢাকা হবে দাবদাহে শীর্ষ ১০ নগরীর একটি! Meghna News চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা কেড়ে নিলো ৪ জনের প্রাণ Meghna News শিয়া (ইয়েমেন) ও সুন্নির (হামাস) মধ্যে কার্যকর ঐক্য মুসলিম ঐক্যের প্রতীক Meghna News প্রচণ্ড যুদ্ধ চলছে রাফাহসহ সমগ্র গাজায় Meghna News হোয়াটসঅ্যাপে ইন্টারনেট ছাড়াই পাঠানো যাবে ছবি-ভিডিও-ডকুমেন্ট Meghna News সুধা রানীর হাদিসের প্রভাষক পদে উত্তীর্ণ হওয়া নিয়ে তোলপাড়, দায় কার? Meghna News প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দাউদকান্দিতে আলোচনা সভা ও র‍্যালী Meghna News পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি : ডাকাত দলের সর্দার অস্ত্রসহ গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে চুরি যাওয়া মিটার উদ্ধার, আটক-১



মঙ্গলবার রাতে জেলার সদর ও শিবগঞ্জ উপজেলায়  পরিচালিত পৃথক অভিযানে এসব বৈদ্যুতিক মিটার উদ্ধার করা হয়। এ সময় জেলার সদর উপজেলার মহারাজপুর থেকে বিভিন্ন সময় চুরি হওয়া মোট ৭টি বৈদ্যুতিক মিটারের মধ্যে ৫টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করা হয়। আটক করা হয় এক যুবককে।

 

আটক যুবক জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর এলাকার বিশ্বনাথপুর গ্রামের মানারুল ইসলামের ছেলে হাসান ওরফে বাবু (১৮)।

 

এ বিষয়ে নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান বুধবার দুপুরে থানা কমপ্লেক্সে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ জানান, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মহারাজপুর সাব-জোনাল অফিসের সহকারী

জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. আমিনুল রসুলের দায়ের করা এজাহারের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সার্বিক সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিম আহম্মেদের নেতৃত্বাধীন সঙ্গীয় ফোর্স মঙ্গলবার দিবাগত গভীর রাত বুধবার জেলার শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামে অভিযান পরিচালনা করে বৈদ্যুতিক মিটার চুরির মূল হোতা বাবুকে আটক করতে সক্ষম হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মহদীপুর এলাকা থেকে ১টি, রশিক নগর এলাকা হতে ১টি এবং সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ঝিল্লিপাড়া হতে ১টি, মহারাজপুর ইউনিয়নের পুকুরটুলি এলাকা হতে ১টি, মহারাজপুর মেলার মোড় কোল্ড স্টোরেজের সামনে হতে ১টিসহ চুরি যাওয়া ৭টি মিটারের মধ্যে ৫টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও এজাহার সূত্রে জানা যায়, আটক বাবু তার চোর সাথীদের নিয়ে সদর উপজেলার ঝিল্লিপাড়া, চুনাখালী, রসিকনগর, পুকুরটুলি ও মহারাজপুর এলাকার বিভিন্ন বাড়ির বৈদ্যুতিক মিটার চুরি করে কাগজের চিরকুটে মোবাইল নাম্বার (০১৬০৪৩৫৬৩২৩ ও ০১৮২৯৯৫৯৭৬৬) লিখে রেখে যায়। পরবর্তীতে গ্রাহকগণ মোবাইল নাম্বারগুলিতে ফোন দিলে চোরেরা মিটার ফেরতের বিপরীতে নগদ অর্থ দাবী করে মিটার ফেরতের প্রতিশ্রুতি দেয়।

 

তবে এ পর্যন্ত চুরি যাওয়া ৭টি মিটারের সর্বমোট মূল্য ৮৮ হাজার ১ শত ৩৭ টাকা বলে জানান চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মহারাজপুর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. আমিনুল রসুল।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT