চাঁপাইনবাবগঞ্জে গাঁজার গাছসহ যুবক গ্রেপ্তার
এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ শনিবার রাত ১০:৩৩, ১৭ এপ্রিল, ২০২১
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নিষিদ্ধ মাদক গাঁজার গাছ জব্দ করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। শনিবার এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪ কেজি ওজনের ৩টি গাঁজার গাছ সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবক জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মাধবপুর উত্তরপাড়া গ্রামের সন্ধ্যা রানী ও পরান মন্ডলের ছেলে কমল মন্ডল (২০)।
এ বিষয়ে র্যাব-৫ রাজশাহীর উপ পরিচালক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, নিজেদের বসতবাড়ীর দক্ষিন পার্শ্বে মাচা দিয়ে ঘেরা ঘাসের জমিতে বিশেষ কায়দায় গাঁজা গাছ চাষের গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার দিবাগত গভীর রাত সোয়া ২টায় শনিবার অভিযান পরিচালনা করে।
এ সময় কাঁচা ছোট বড় বিভিন্ন উচ্চতার ৩টি গাঁজার গাছ জব্দসহ কমলকে গ্রেপ্তার করা হয়। গাঁজা গাছগুলির কান্ড, সবুজ পাতা ও ডালপালা সহ ওজন ৪ কেজি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার কমল দীর্ঘদিন যাবৎ গাঁজা চাষ করার কথা স্বীকার করেছে এবং এই বিষয়ে কমলকে নাচোল থানায় সোপর্দ করে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।