চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং লিডারসহ ৪ জন আটক
এস এম সাখাওয়াত জামিল দোলন শনিবার বিকেল ০৪:৫১, ১৩ জানুয়ারী, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং বিরোধী অভিযানে কিশোর গ্যাং লিডার সহ ৪ জন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।
শুক্রবার (১২ জানুয়ারী) জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা হরিনগর এলাকা থেকে তাদের আটক করে র্যাব-৫।
আটক কিশোর গ্যাং সদস্যরা হলো- জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা এলাকার তাজিমুল হক-তাসলিমা বেগমের ছেলে সোহেল রানা (২০) এবং সদর উপজেলার
পেয়ারাপুর এলাকার আবুল কাশেম-মনিরা বেগমের ছেলে রহমত আলী ওরেফে আপেল (১৯), ফারুক ইসলাম-জেসমিন বেগমের ছেলে ইসমাইল হোসেন (২০) ও আবু বাক্কার-মোসলেমা বেগমের ছেলে মহিম ইসলাম (১৯)।
এ বিষয়ে শনিবার সকালে র্যাবের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তীতে জানানো হয়, মাদক সংক্রান্ত একটি গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি চৌকস আভিযানিক দল শুক্রবার (১২ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ১১টায় শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হরিনগর গ্রামে অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় কিশোর গ্যাং এর ৪ সদস্যকে আটক করে।
র্যাব আরো জানায়, আটক কিশোর গ্যাং সদস্যরা এলাকায় মাদক সেবনের জন্য ছিনতাই ও চাঁদাবাজির মত বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়েছিল। পরে আটক কিশোরদের মামলা দায়েরের মাধ্যমে মিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান অধিনায়ক।