চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সোয়া ৪ লক্ষ টাকার মাদক উদ্ধার
এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:৫০, ৩০ সেপ্টেম্বর, ২০২১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি ও সোনামসজিদ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। অভিযানে মালিকবিহীন ৪ লক্ষ ২০ হাজার টাকার মোট ১০৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার কওে বিজিবি-৫৯।
এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুর সোয়া ২টায় এক প্রেসবিজ্ঞপ্তীর মাধ্যমে জানিয়েছেন, নিজস্ব তথ্যের ভিত্তিতে ২৯ সেপ্টেম্বর বুধবার দিবাগত গভীর রাত ১২টা থেকে ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো.আমীর হোসেন মোল্লার নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত এলাকার সীমান্ত পিলার ১৮০ হতে ৫ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার বিনোদপুর এলাকার লাজমানপুর গ্রামে ব্যাটালিয়ন সদর দপ্তরের বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।
এ সময় ভোর সোয়া ২টায় মৃত বজলার রহমানের ছেলে নাসিম উদ্দিনের (৩২) বসত ঘরের ভিতর আলনার সাথে ঝুলানো ব্যাগ হতে ৪ লক্ষ টাকার ১ হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে অভিযানকালে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে বসত বাড়ির সকলে আগেই পালিয়ে যায়।
এদিকে অপর এক অভিযানে বিএসবি সদস্যের তথ্যের ভিত্তিতে ২৯ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা সোয়া ৭টায় সোনামসজিদ বিওপির নায়েক মো. এনামুল হকের নেতৃত্বাধীন টহল দল সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে ৫ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর সাতরঙ্গী এলাকা হতে মালিকবিহীন ২০ হাজার টাকার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান অধিনায়ক।