চাঁপাইনবাবগঞ্জ : মাদক ব্যবসায়ী জহুরুল আটক, হেরোইন জব্দ
এস এম সাখাওয়াত জামিল দোলন রবিবার রাত ১০:৪৭, ২১ জানুয়ারী, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। রোববার খুব ভোরে জেলার সদর উপজেলার চর আলাতুলি থেকে এই হেরোইন উদ্ধার করে র্যাব-৫। অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় র্যাব।
আটক মাদক ব্যবসায়ী জেলার সদর উপজেলার চর আলাতুলি ইউনিয়নের সরকার পাড়া মধ্যচর গ্রামের সাইফুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম ওরফে বাদল (৪১)।
এ বিষয়ে রোববার র্যাবের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়, নিজ হেফাজতে রাখা মাদকের গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল রোববার ভোর সাড়ে ৪ টায় অভিযান চালিয়ে আটক আসামী জহুরুলের বসত বাড়ির পূর্বমূখী টিনের ছাপড়া রান্নাঘরের মাটির চুলার ভিতর হতে ৮৪ লক্ষ টাকা মূল্যের ৮ শত ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করে এবং পেশাদার মাদক ব্যবসায়ী জহুরুলকে হাতেনাতে আটক করে।
র্যাব আরো জানায়, আটক জহুরুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ৮(গ)/৪১ ধারায় আরএমপি’র বোয়ালিয়া থানার এফআইআর নং-১৮ তারিখ-৪ নভেম্বর ২০২০; জি আর নং-৭৩৯ তারিখ- ৪ নভেম্বর ২০২০ ধারায় মামলা রয়েছে যা বিজ্ঞ আদালতে বিচারাধীন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামী অবৈধভাবে মাদকদ্রব্য হেরোইন অজ্ঞাত স্থান হতে গোপনে সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে বলে স্বীকার করায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে নবাবগঞ্জ সদর থানায় এজাহার মুলে হস্তান্তর করা হয়েছে।