ঢাকা (রাত ১১:৫৩) মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের সাধারণ আসনে একজনের মনোনয়নপত্র বাতিল

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock সোমবার রাত ০১:৩৬, ১৯ সেপ্টেম্বর, ২০২২

আগামী ১৭ অক্টোবর সোমবার অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের জন্য দাখিলকৃত চেয়ারম্যানসহ সাধারণ ও সংরক্ষিত আসনের প্রতিদ্বন্দী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে।

রোববার দুপুর আড়াইটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। জেলা পরিষদের এই নির্বাচনে রিটার্নিং অফিসার জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন মনোনয়নপত্রগুলো বাছাই কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় যাচাই বাছাই শেষে চেয়ারম্যান পদে আর কোন প্রার্থীর মনোনয়নপত্র জমা না হওয়ায় একমাত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এছাড়াও সংরক্ষিত ২টি আসনে ৬ জন এবং ৫টি সাধারণ আসনে সদস্য পদে ২৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।

অন্যদিকে ৫ নং সাধারণ আসন (শিবগঞ্জ) থেকে সাহবাজপুরের সফিকুল ইসলাম নামের একজনের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য করা হয়। কারণ হিসেবে মনোনয়নপত্রে নিজের নাম ও শিক্ষাগত যোগ্যতা উল্লেখ না করায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে বলে মনোনয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়।

তবে রবিবার (১৮ সেপ্টেম্বর) থেকে আগামী ৩ দিনের মধ্যে তিনি বিভাগীয় কমিশনারের নিকট আপিল করতে পারবেন বলে জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাছাই কার্যক্রমে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ ওঁরাও, সহকারী রিটার্নিং কর্মকর্তা জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমানসহ প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক গণতান্ত্রিকভাবে প্রচারণা চালানোর জন্য প্রার্থীদের প্রতি আহবান জানান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT