ঢাকা (রাত ১২:১৯) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসকের গোবরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বুধবার রাত ০৯:৩৬, ১৪ সেপ্টেম্বর, ২০২২

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনিছুর রহমান।

বুধবার (১৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের নির্দেশনায় তিনি এই পরিদর্শন করেন।

এ সময় বিদ্যালয় পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে বাল্য বিয়ে ও করোনা ভাইরাস প্রতিরোধ এবং শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি পানসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। এছাড়াও শ্রেণিকক্ষে পাঠদানের মান, পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ে সর্বোপরি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের অসুবিধা আছে কিনা; সেই বিষয়ে খোঁজ খবর নেন অতিরিক্ত জেলা প্রশাসক। পরিদর্শনকালে শিক্ষার্থীদের জন্য নেইল কার্টার প্রদানসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন তিনি।

উল্লেখ্য, জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে; নিয়মিত পরিদর্শনের নির্দেশনা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

এরই ধারাবাহিকতায় জেলার গোবরাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আনিছুর রহমান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT