ঢাকা (বিকাল ৪:৫১) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ঘোলসায় রাস্তায় সাইন স্থাপন ও গুণীজন সম্মাননা প্রদান

ইবাদুর রহমান জাকির,সিলেট ইবাদুর রহমান জাকির,সিলেট Clock রবিবার রাত ১০:৫৫, ৩১ জানুয়ারী, ২০২১

মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসী সমাজ কল্যান সংস্থা ঘোলসার উদ্যোগে রাস্তার সাইন এর উদ্বোধন ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (৩১ জানুয়ারী) রবিবার সকাল ১১ ঘটিকার সময় ঘোলসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ৫ নং দক্ষিন শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সুচনা ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জিবু’র সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মামুন আহমদ ও পবিত্র গীতা পাঠ করেন মুক্তিযোদ্ধা নিশি কান্ত দাস। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুয়েব আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম (হাসনা), ঘোলসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাহুল দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শীলা রানী দত্ত, সমাজসেবক সামসুল ইসলাম পুতুল, প্রবাসীদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন স্পেন প্রবাসী শিপন আহমদ (রাহী)।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোষাধক্ষ (অবঃ) বদরুল ইসলাম,কানাইঘাট সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক শ্রী হিমাংশু রঞ্জন দাস, ইউপি সদস্য স্বারতি পুরকায়স্থ,ছোটলেখা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাহেল উদ্দিন,উপজেলা যুবলীগ নেতা মারুফ আহমদ, সমাজ সেবক হাজী আব্দুল কাইয়ুম, হাজী খসরু মিয়া, ক্বারী হোসাইন আহমদ জালালী, জাহাঙ্গীর হোসাইন, যুবলীগ নেতা সামসুল ইসলাম, গরিব আলী প্রমুখ।

বক্তারা প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন রাস্তায় সাইন স্থাপন এটি আর্দশ গ্রামের পরিচয় বহন করে আজ তাদের অর্থে দেশের অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সক্ষম সমাজের মানুষ।

অনুষ্টান শেষে অতিথিবৃন্দ ঘোলসা গ্রামের ভিন্ন রাস্তায় ২ স্বাগত সাইন ও ১৩ নির্দেশনা সাইন স্থাপনের শুভ উদ্ভোধন করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT