গৌরীপুরে বাফার শেঙ্ক ভেঙে ট্রেন দ্বিখন্ডিত
ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ মঙ্গলবার রাত ১০:৫০, ২২ মার্চ, ২০২২
ময়মনসিংহের গৌরীপুর আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগির বাফার শেঙ্ক ভেঙে ট্রেন দ্বিখন্ডিত হয়ে গেছে। মঙ্গলবার বিকালে ঢাকা-মোহনগঞ্জ রেলপথের গৌরীপুর স্টেশনের আউটার সিগন্যালের বাইরে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি নেত্রকোনার মোহনগঞ্জের উদ্দেশে যাত্রা করে। পথিমধ্যে ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনে ইঞ্জিন ঘুরিয়ে ট্রেনটি গৌরীপুর রেলওয়ে স্টেশনে আসার পথে উপজেলার সাতুতী এলাকায় আউটার সিগন্যালের বাইরে দশ ও এগারো নম্বর বগির (সংযোগস্থলের) বাফার শেঙ্ক ভেঙে গেলে ট্রেন থেমে যায়।
এদিকে ট্রেন দুর্ঘটনার পর থেকে ময়মনসিংহ-চট্টগ্রাম, জারিয়া-ময়মনসিংহ, ঢাকা-মোহনগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ট্রেনের মোহনগঞ্জগামী যাত্রী অজিত বিশ্বাস বলেন, ট্রেনের এ দূর্ঘটনা হওয়াতে আমাদের ভোগান্তিতে পড়তে হয়েছে।
ট্রেনের সহকারী চালক কামরুল হাসান জানান, ট্রেনটি বিকেল ৫টা ২৮ মিনিটে এ দূর্ঘটনার কবলে পরে। ট্রেনটি থেমে গেলে টের পান তারা।
গৌরীপুর রেলওয়ে স্টেশন মাস্টার অখিল বাবু বলেন, ট্রেনের বাফার শেঙ্ক ভেঙে ভ্যাকুয়ামের বাতাস বের হওয়ায় ট্রেনটি থেমে যায়। দুর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ট্রেনের যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ চলছে।