ঢাকা (সকাল ৭:৩৬) শনিবার, ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গোমস্তাপুরে শিশু ও নারীর মৃত্যু

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock রবিবার রাত ০২:১৬, ১৫ আগস্ট, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পানিতে ডুবে এক শিশু এবং সাপের কামড়ে একজন নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিভিন্ন সময়ে এইসব ঘটনা ঘটে।

পানিতে ডুবে মৃত শিশু হলো উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের চকপুস্তুম গ্রামের এসতারুল হকের সাত বছরের শিশু কন্যা হাফসা খাতুন এবং একই উপজেলার রহনপুর ইউনিয়নের হ্যাঞ্জালপাড়া গ্রামের তাজামুল হকের স্ত্রী জুলেখা বেগম (৩৫)।

এ বিষয়ে স্থানীয়দের বরাত দিয়ে গোমস্তাপুর থানার উপপরিদর্শক জালাল উদ্দিন বলেন, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে হোগলা বিল দামোসে মায়ের সাথে হাফসা গোসল করতে গেলে সিঁড়িতে পা পিছলে পানিতে পড়ে যায়। এ সময় তার মা বিলের পানির খুব সন্নিকটে খোঁজাখুঁজি করে না পেলে এলাকাবাসী পানিতে ডুবে খুঁজে শিশু হাফসার মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এদিকে অপর এক ঘটনায় হ্যাঞ্জাল পাড়ার তাজেমুল ও তার স্ত্রী শুক্রবার দিবাগত রাতে খাওয়া দাওয়া শেষ করে নিজ ঘরে শুয়েছিলেন। এরই এক পর্যায়ে রাত প্রায় ২টার দিকে ১৪ আগস্ট শনিবার জুলেখাকে সাপে কামড় দেয়। এতে তার বাম হাত জ্বালা-যন্ত্রণা করতে থাকে। ফলে তাকে ভোর ৪টায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT