গোমস্তাপুরে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন
এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ বৃহস্পতিবার বিকেল ০৫:০৪, ২৫ মার্চ, ২০২১
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের উপর আক্রমণ, অগ্নিসংযোগ, নারী নির্যাতন ও সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোমস্তাপুর উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন এশিয়া মহাদেশের একমাত্র বাঙালি মহন্ত মহারাজ ক্ষিতিশ চন্দ্র আচারী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোমস্তাপুর উপজেলা শাখার সহ-সভাপতি মেহের উপাধ্যায়, সাধারণ সম্পাদক ডলার কুমার সাহা, যুগ্মসাধারণ সম্পাদক বলাই চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক সুমন সাহাসহ অন্যরা।
মানববন্ধনে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধে দ্রুত সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের জোর দাবি জানান সরকারের কাছে।