সমাবেশে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে কৃষকদের কোমরটা ভেঙে দিয়েছে। মেরুদণ্ড ভেঙে দিয়েছে। কৃষকেরা পণ্যের ন্যায্যমূল্য পান না। তিনি বলেন, সেচ দেবে কিভাবে, ডিজেলের দাম তো বেড়ে গেছে তিন থেকে চার গুন। বিদ্যুৎ দিয়ে যে পানি তুলবেন, দাম বেড়েছে ১০ গুণ। কৃষক যাবে কোথায়।
কৃষকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, এখন কি ধান বিক্রি করে ধানের দামটা পান? পান না। অনেক কৃষক ধানের চাষ ছেড়ে দিচ্ছেন। অনেক প্রান্তিক কৃষক এখন রিকশা ও ভ্যান চালান। তাঁরা আর কৃষি কাজে থাকতে পারছেন না।