ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী মিনু বাঁচতে চায়
সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম শুক্রবার রাত ০৯:৫১, ২৫ জুন, ২০২১
কুড়িগ্রামের উলিপুরে ক্যান্সার আক্রান্ত অসহায় মিনুর পাশে সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসহায় মিনুর কষ্টের খবর জানতে পেরে বৃহস্পতিবার রাতেই তার বাড়িতে ছুটে যান তিনি। এসময় মিনুকে নগদ অর্থ ও শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।
জানা গেছে, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের শুকদেব কুন্ড এলাকার মজিবর রহমানের ৮ম শ্রেণি পড়ুয়া কন্যা মিনু আক্তার (১৩) দূরারোগ্য ব্যধি ক্যান্সারে আক্রান্ত হন।
মিনুর বাবা মজিবর রহমান বলেন, গত ৩ জুন অসুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুরে নেয়া হয়।পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে পেটে টিউমার ধরা পরে।সেই টিউমারটি রংপুরের ওরিয়ন হাসপাতাল অপারেশন করা হয়। অপারেশনের পরে রক্ত ও মাংস ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হলে মিনু মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত বলে জানান ডাক্তাররা। তার চিকিৎসার ব্যয় প্রায় ৮ লাখ টাকা বলে জানান চিকিৎসক। কিন্তু এত টাকা দিনমজুর পিতার পক্ষে বহন করা সম্ভব নয়। তাই তার পিতা মজিবর রহমান সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তির নিকট সাহায্যের আবেদন জানান।
উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার বলেন, এলাকার জনপ্রতিনিধি হিসাবে এটা আমার দায়িত্ব। মিনু পাশে দাঁড়াতে পেয়ে মিনুর কচিমুখের হাসি দেখে খুব ভালো লেগেছে। তিনি মিনুর চিকিৎসার খরচ বহন করতে সমাজের বিত্তবান ও হৃদয়বানদের এগিয়ে আসার অনুরোধ করেন।