ঢাকা (সকাল ১০:৩৪) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কুড়িগ্রামের উলিপুরে অটোচালক হত্যাকান্ডের সাথে জড়িত ২ জন গ্রেফতার

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock বৃহস্পতিবার রাত ১০:২৪, ১ অক্টোবর, ২০২০

কুড়িগ্রামের উলিপুরে অটোরিকশা চালক বাদশা মিয়া হত্যাকান্ডের সাথে জড়িত দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোর রাতে অভিযান চালিয়ে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাদি গ্রাম থেকে জাহাঙ্গীর আলম(৩৫)ও সবুজ মিয়া (২১)কে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক জাহাঙ্গীরের বাড়ি ও পুকুর থেকে নিহত বাদশা মিয়ার ব্যবহৃত অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার  কুড়িগ্রাম আদালতে মাধ্যমে তাদের ৪ দিনের রিমান্ডে নেয়া হয়।

প্রসঙ্গগত,গত সোমবার (২৮সেপ্টেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের ডাকুয়া পাড়া গ্রামের ওসমান আলীর পুত্র বাদশা মিয়ার (৫০) মরদেহ উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের যমুনা মাশানকুড়া এলাকার একটি ধান ক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ। এঘটনায় বাদশা মিয়ার ভাই মানিক মিয়া বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের  আসামী করে মামলা দায়ের করেন।

উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আসামীদের আদালতের মাধ্যমে ৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT