ঢাকা (রাত ১:৪৮) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কুতুবজোম ইউনিয়ন ছাত্রলীগের ১৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন

শফিউল আলম শফিউল আলম Clock শনিবার রাত ০১:০৮, ১ অক্টোবর, ২০২২

মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়ন ছাত্রলীগের ১৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

গত ২৬ সেপ্টেম্বর (সোমবার) উপজেলা ছাত্রলীগ সভাপতি হালিমুর রশিদ পুতু ও সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ বাবু’র স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়।

কুতুবজোম ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কলিম উল্লাহ ইমন, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, রিদোয়ান মাহির সজীব, সাদ্দাম আদিব, আশেক উল্লাহ, সাইফুল ইসলাম তারেক, রিফাত উদ্দিন ইলাহী ও সদস্য পদে ১১ জন সহ ১৯ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।

কুতুবজোম ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কলিম উল্লাহ ইমন বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার লক্ষে; বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কুতুবজোম ইউনিয়ন ছাত্রলীগ আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ বলেন, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও নতুন নেতৃত্ব সৃষ্টির উদ্দেশ্যে যারা ত্যাগী, আওয়ামী পরিবারের সন্তান, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী এবং জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করার জন্য; তাদেরকে আগামী তিন মাসের জন্য আহ্বায়ক কমিটিতে অনুমোদন দেয়া হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT