ঢাকা (রাত ১১:৫৯) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কনের স্বপ্ন পূরণে হেলিকপ্টার ভাড়া করে আসলেন বর

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock শুক্রবার রাত ১০:৩৫, ২৭ আগস্ট, ২০২১

কনের স্বপ্ন পূরণে হেলিকাপ্টার ভাড়া করে বর আসলেন কুড়িগ্রামের উলিপুরে।বর রাসেল হাসান ঢাকা সাভারের হেমায়েতপুর গ্রামের মৃত শাহাজাহান ব্যাপারীর পুত্র।কনে তানজিলা পারভীন উলিপুর পৌর শহরের কাচারি পাড়া গ্রামের পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকারের কন্যা।

জানা গেছে, উপজেলায় এমন কি জেলায় এই প্রথম হেলিকাপ্টারে করে বিয়েকে কেন্দ্র করে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়েছে।হেলিকাপ্টারে বিয়ে আসবে শুনে বরকে দেখার জন্য উৎসুক জনতা ভীড় জমায় হেলিপ্যাড মাঠে।শুক্রবার(২৭ আগস্ট) দুপুর ১ টায় উলিপুর হেলিপ্যাডে হেলিকাপ্টারে চড়ে ল্যান্ড করে রবসহ তিন চারজন বরযাত্রী।আর বাকী বরযাত্রীদের কনের বাড়ীতে আগেই মাইক্রোবাসে পাঠানো হয়।বর নামার পরে কনের বাড়ীর লোকজন বরসহ বরযাত্রীকে ফুল দিয়ে বরণ করেন। পরে সাদা পাজেরো গাড়ীতে বরকে গুঞ্জন কমপ্লেক্সে নিয়ে পারিবারিক ভাবে বর-কনের বিবাহ সম্পন্ন করেন।সেখানেই বৌভাতের আয়োজন রয়েছে। দুপুর ২ টায় কনেকে হেলিকাপ্টারে করে সভার হেমায়েতপুরের উদ্দেশ্য রওনা দেন বর।

বিয়েতে আসা মনিরুজ্জামান মিলুর সাথে কথা হলে তিনি জানান,এই প্রথম হেলিকাপ্টারে চড়ে বিয়েতে বর এসেছেন তা দেখেই খুব ভালো লাগলো। এই বিয়েটি আমার এক নতুন অভিজ্ঞতা।

কনের বাবা আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর আলম বলেন, মেয়ে-জামাইয়ের আবদার পূরণ করতে এ আয়োজন। এই প্রথম এ এলাকায় হেলিক্যাপ্টারে চড়ে আমার মেয়ের বিয়ে হল। তাদের আবদার পূরণ হয়েছে, এটা ভেবে খুব ভাল লাগছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT