ঢাকা (সকাল ১০:৫৯) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

উল্লাপাড়ায় চাষীদের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ

কৃষি সংবাদ ২৩০৩ বার পঠিত

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শুক্রবার ১২:০৯, ১৯ জুন, ২০২০

নাজমুল হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সবজি পুষ্টি বাগান স্থাপন ২০১৯-২০ এর কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সাইনবোর্ড ও নগদ বিতরণ করা হয়েছে।উল্লাপাড়া উপজেলার ৪শত ৪৮ জন প্রান্তিক কৃষকদের মাঝে এ উপকরণ বিতরণ করেন সিরাজগঞ্জ জেলার সুযোগ্য উপপরিচালক কৃষিবিদ মোঃ হাবিবুল হক। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার সুবর্ণা ইয়াসমীন সুমী।প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা ১ ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না। প্রায় ১৫ রকমের বীজ কৃষকদের মাঝে বিতরণ করা হয়। এছাড়া এই বীজ বপনে পারিবারিক পুষ্টির চাহিদা হবে এবং অর্থনৈতিকভাবে সাবলম্বী হওয়ার লক্ষে এ বীজ বিনামূল্যে বিতরণ করা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলি ইসলাম কবিতা, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আসয়াদ বিন খলিল রাহাত ও মোঃ শাহাবুদ্দিন আহমেদ সহ সংশ্লিষ্ট উপসহকারি কৃষি কর্মকর্তা ও কৃষকবৃন্দ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT