ঢাকা (রাত ১২:৪৮) শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

জোরপূর্বক গরু নিয়ে যাওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock বৃহস্পতিবার রাত ১০:০০, ২১ আগস্ট, ২০২৫

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের বড় সাতপাড়ায় এক গৃহবধূর ২ লাখ ৫০ হাজার টাকার গরু জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোছা. তানিয়া সুলতানা বৃহস্পতিবার(২১ আগষ্ট) তার নিজ বাড়িতে দুপুরে সংবাদ সম্মেলন করেন।

 

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, একই এলাকার শিরিনা আক্তার তার পরিচিত । তিন মাস আগে শিরিনার কাছ থেকে তিনি(তানিয়া) থেকে ২ লাখ ৫০ হাজার টাকা দিয়ে বাছুরসহ একটি গরু ক্রয় করি আমি । ভুক্তভোগী আরও অভিযোগ করেন, তার ক্রয়কৃত গরুটি তিন মাস পর চুরির অভিযোগ তুলে, গত ৩ আগষ্ট দুপুরে অভিযুক্ত সেলিম মিয়াসহ ও তার সঙ্গে থাকা একটি সংঘবদ্ধ দলের সদস্যরা তার বাড়িতে অনাধিকার বলে প্রবেশ করে জোরপূর্বক তার ক্রয়কৃত বাছুর ও একটি গরু নিয়ে যায়।

 

তানিয়া সুলতানা বলেন, “আমার ২ লাখ ৫০ হাজার টাকার গরুটি তারা জোর করে নিয়ে গেছে। আমি গরুটি ফেরত চাইলে তারা আমাকে গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়।”

 

তিনি আরও জানান, এ বিষয়ে তিনি দাউদকান্দি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বর্তমানে পুলিশ বিষয়টি তদন্ত করছে। তিনি প্রশাসনের কাছে তার নিরাপত্তা নিশ্চিতকরণ, গরুটি ফেরত এবং বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT