ঢাকা (রাত ১২:১৬) সোমবার, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


উলিপুরে ১টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

উলিপুরে ১টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম Clock শুক্রবার ১২:১০, ২৩ ডিসেম্বর, ২০২২

কুড়িগ্রামের উলিপুরে পরিবেশবান্ধব উপায়ে ইট না তৈরি করা ও পরিবেশ অধিদপ্তরের কাগজপত্র না থাকায় একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নে এসএফবি ব্রিকস নামে একটি অবৈধ ইটভাটা সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেয়া হয়। জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয় ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসার নেতৃত্বে  জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম প্রসিকিউটর হিসেবে এ অভিযান পরিচালনা করেন। এ ছাড়াও অভিযান পরিচালনায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ সহযোগিতা করেন।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ছাড়পত্রবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে। মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটা মালিকগণকে অবৈধ ইটভাটা বন্ধ, পোড়া মাটির ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট তৈরিতে নির্দেশনা প্রদান করা হয়।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT