উলিপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল অনুষ্ঠিত
সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম মঙ্গলবার রাত ১০:৫৮, ১ জুন, ২০২১
কুড়িগ্রামের উলিপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭)/ ২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (০১ জুন) বিকাল ৪ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রিয়া সংস্থার বাস্তবায়নে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের সমাপনী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত ফাইনাল খেলায় ইউএনও ও উপজেলা ক্রিয়া সংস্থার সভাপতি নূর-এ- জান্নাত রুমির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক আশরাফুল আলম রাসেল,উলিপুর থানা অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির,জেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান,জেলা ক্রিয়া কর্মকর্তা আকরাম বিন নাসির,জেলার প্রথম শ্রেণির রেফারী বিপ্লব তরফদার ।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পঃপঃ কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার, উপজেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক ও টুর্নামেন্টের সদস্য সচিব সোহরাব আলী মোল্লাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য,ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন বজরা একাদশ বনাম ধামশ্রেনী একাদশ।নির্ধারিত সময়ে খেলা গোল শূন্য অবস্থায় ড্রো হয়ে খেলা ট্রাইবেকারে গড়ালে বজরা একাদশ ৫ -৪ গোলে ধামশেনী একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।