ঢাকা (সকাল ৮:১১) রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


উলিপুরে গৃহবধূর ঝূূলন্ত মরদেহ উদ্ধার

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock শনিবার রাত ১০:২৩, ৩ জুলাই, ২০২১

কুড়িগ্রামের উলিপুরে নূরেছা বেগম (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার সকাল ৯ টার দি‌কে পৌরসভার নারিকেল বাড়ী গাছতলা এলাকায় এঘটনা ঘ‌টে। নূরেছা ওই এলাকার মশিউর রহমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দেড় বছর আ‌গে পাশ্বব‌র্তি চিলমারী উপ‌জেলার তে‌লিপাড়া গ্রামের নুর ইসলা‌মের কন‌্যা নূরেছা ‌বেগ‌মের সা‌থে ও মশিউর রহমানের বি‌য়ে হয়। ম‌শিউর তার বাবার একমাত্র সন্তান। একমাত্র পুত্রবধু নু‌রেছাকে খুবই ভালবাস‌তেন শ্বশুড়-শ্বাশুড়ী। মশিউর এক‌টি বিস্কুট কারখানার শ্রমিক।

ঘটনার দিন সকা‌লে তি‌নি কর্মস্থ‌লে যান। ম‌শিউ‌রের পিতা সাইফুর রহমান ও মাতা ম‌র্জিনা বেগম বা‌হি‌রে কা‌জে যান। এসময় নু‌রেছা বেগম তার শয়ন ঘ‌রের আড়ার সা‌থে ওড়না পে‌চি‌য়ে আত্মহত‌্যা ক‌রেন। প‌রে শ্বাশুড়ী ম‌র্জিনা বেগম ঘ‌রের দরজা বন্ধ থাকায় ম‌র্জিনা বেগম ছে‌লের বউ‌কে ডাকাডা‌কি ক‌রে না পে‌য়ে ঘ‌রের দরজা ভে‌ঙে তার ঝুলন্ত মর‌দেহ দেখ‌তে পায়।

খবর পে‌য়ে পুলিশ মর‌দেহ উদ্ধার ক‌রে কু‌ড়িগ্রাম ম‌র্গে প্রেরণ ক‌রেন। এসময় প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দের জন‌্য ম‌শিউর ও তার মা ম‌র্জিনা বেগম‌কে থানায় নি‌য়ে আ‌সে।

উলিপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে ব‌লেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে আসলে প্রকৃত তথ্য জানা যাবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT