ঢাকা (রাত ১১:৩৯) বৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আহত ও শহিদদের স্মরণে লোহাগড়ায় স্মরণসভা অনুষ্ঠিত Meghna News দাউদকান্দিতে দুই ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীরের শপথ গ্রহণ Meghna News সুশিক্ষিতরাই জাতিকে আঁধার থেকে আলোর পথে নিয়ে যায় : আব্দুস সাত্তার Meghna News গৌরীপুরে তিনটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ Meghna News চাঁপাইনবাবগঞ্জে সাবেক বিডিআর সদস্যদের মানববন্ধনে কারামুক্তি ও চাকুরি প্রাপ্তির দাবী Meghna News গৌরীপুরে অগ্নিকান্ডে অবৈধ তেলের গোডাউনসহ বাসাবাড়ি-দোকানপাট ভস্মিভূত Meghna News চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Meghna News আইনজীবী সাইফুলের জানাজায় মানুষের ঢল, যা বললেন আজহারী Meghna News ‘সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে পার্শ্ববর্তী দেশ’ Meghna News ইসকন জ-ঙ্গিদের হাতে আইনজীবী সাইফুল খুন : সন্তানসম্ভবা স্ত্রীর চোখেমুখে ঘোর অমানিশা

ঈদের ২য় দিন চিড়িয়াখানায় মানুষের ঢল

ঢাকা বিভাগ ২৩০৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ০২:২৩, ৫ মে, ২০২২

ঈদুল ফিতরের পরের দিন রাজধানীর চিড়িয়াখানায় ছিল হাজার হাজার মানুষের ঢল। এদিন সকাল থেকেই চিড়িয়াখানায় ভিড় লক্ষ্য করা গেছে।

রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানার সামনে ও ভেতরে সকাল থেকে ভিড় থাকলেও দুপুরের পর জনসমুদ্রে রূপ নেয়। অনেককে ভিড়ের কারণে ভেতরে প্রবেশ না করে ফিরে যেতেও দেখা যায়। এমনকি ভিড়ের কারণে ৬৫ জন শিশু হারিয়ে যায়। তবে পরে তাদের খোঁজ মিলেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে যারা চিড়িয়াখানায় এসেছেন তারা বানর, ভাল্লুক, বাঘ, সিংহ, হাতি, জিরাফ, জেব্রা, হরিণ, সাদা হাঁস, উটসহ বেশ কয়েকটি সেডের সামনে ভিড় করেছেন। আবার তাদের কেউ কেউ প্রাণিদের খাবার দিচ্ছেন। মোটকথা ঈদের আনন্দটা স্বপরিবারে কাটাতে অনেকেই বেছে নিয়েছেন চিড়িয়াখানা। বিশেষ করে শিশুরা বেশি আনন্দ পাচ্ছে বিভিন্ন পশু ও প্রাণিদের দেখে।

রিপন মিয়া নামের এক দর্শনার্থী বলেন, এবার ঈদে বাড়ি যাওয়া হয়নি। পরিবারের ছোট ছেলে-মেয়েদের আনন্দ দেওয়ার জন্য চিড়িয়াখানায় এসেছি। চিড়িয়াখানা আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে।

টিপু নামের আরেকজন বলেন, ঈদের ছুটিতে সময় কাটানোর জন্য চিড়িয়াখানায় এসেছি। এখানে পশুগুলো দেখলে মন ভালো হয়ে যায়। চিড়িয়াখানার পরিবেশ আগের চেয়ে অনেক ভালো। পরিস্কার-পরিচ্ছন্নতার দিকে নজর দিয়েছেন কর্তৃপক্ষ।

এদিকে, ১৮৬ একর জায়গা নিয়ে তৈরি জাতীয় চিড়িয়াখানায় বর্তমানে আট প্রজাতির ৩৮টি মাংসাশী প্রাণি, ১৯ প্রজাতির বড় প্রাণি (তৃণভোজী) ২৭১টি, ১৮ প্রজাতির ক্ষুদ্র স্তন্যপায়ী ১৯৮টি প্রাণি রয়েছে। ১০ প্রজাতির সরীসৃপ ৭২টি, ৫৬ প্রজাতির ১ হাজার ১৬২টি পাখি, অ্যাকুরিয়ামে রক্ষিত মাছ প্রজাতির মধ্যে ১৩৬ প্রজাতির ২ হাজার ৬২৭টি প্রাণি রয়েছে। চিড়িয়াখানায় ১৩৭টি খাঁচায় এসব প্রাণিদের রাখা হয়েছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঈদের দিন দর্শনার্থীও হয়েছে প্রায় ৪০ হাজার। বর্তমানে প্রতিটি টিকিটের মূল্য নেওয়া হচ্ছে ৫০ টাকা। ঈদের দিন ২০ লাখ টাকার বেশি আয় হয়েছে। ঈদ উপলক্ষে চিড়িয়াখানায় সাত ভাগে ভাগ হয়ে ৬৪ জন কাজ করছেন। দর্শনার্থীদের নিরাপত্তায় কাজ করছে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনী।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT